ভবিষ্যতের এক মানুষ
বর্তমানে ICANN internet এর সাথে যুক্ত সকল কম্পিউটার কে আলাদা আলাদা IP প্রদান করে । সেই সকল আলাদা আলাদা এবং ইউনিক আইডি দিয়ে সকল কম্পিউটার নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে।তেমন মানব শরীরে বিভিন্ন sensor যেমন নাক, চোখ, জিভ, ত্বক,কান ইত্যাদির মাধ্যমে বাহ্যিক তথ্য নিউরন এর মাধ্যমে মাথাতে পৌঁছায় তারপর মাথার বিভিন্ন অংশে সেই তথ্যের সন্সলেষ ঘটে এবং মাথা সেই অনুযায়ী পরবর্তী অ্যাকশন নিয়ে থাকে। এখন মাথার এবং দেহের সকল অংশ নিউরন এর মাধ্যমে যুক্ত থেকে।বর্তমানে কোনো ইনফরমেশন বা তথ্য একটা মাথা থেকে অন্য মাথাতে আদান প্রদান করতে আমরা বিভিন্ন বাহ্য পক্রিয়ার সাহায্য নিয়ে থাকি যেমন ভাষা, এক্সপ্রেশন,ছবি ইত্যাদি।তাতে প্রথমে একটা ইনফরমেশন কে প্রদান কারি মাথাকে বুঝতে হয় যেটা বলতে বা প্রদান করতে চাইছি তারপর সেটাকে এক্সপ্রেস করার জন্য সঠিক অঙ্গকে instruct করতে হয় ইনফরমেশন টাকে ঠিকঠাক কোডেড করার জন্য। এরপর ইনফরমেশন টাকে ইনফরমেশন গ্রহণকারী তার সেন্সর দিয়ে রিসিভ করে সেই সিগনাল গ্রহণকারী মাথাতে পাঠায় এরপর সেই মাথা ওই ইনফরমেশন কে decode করে সংশ্লেষ করে এবং বোধগম্য করে পরবর্তী অ্যাকশন ঠিক করে।এ...