Posts

Showing posts from November, 2019

Featured Post

পরিত্যাক্ত শহর হাওড়া

  তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পরে অনেক কিছুর বদল হয়েছে। এখন পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে না বরং সূর্য সহ অন্য সকল গ্রহকে কৃত্রিম ভাবে পৃথিবীর চারিদিকে ঘোরানো হচ্ছে।সেই সময় এর কথা মৃত নগর হাওড়া। তৃতীয় বিশযুদ্ধের সময় চিনা বোমা বর্ষণের ভয়ে সমস্ত নগরবাসী পলায়ন করেছিলো। ডাঃ কেসি পাল এর নেতৃত্বে ওরা মোট চারজন মানে রমেশ, সুমিত ও মাধব সেই রহস্যময় তেজস্ক্রিয় উৎসের সন্ধানে এসেছে। সকাল এগারোটা ঝোঁপ ঝাড় ভর্তি গলি রাস্তা যেখানে বহুবছর কোনো লোকের পা পড়েনি। রাস্তার ধারে ভগ্নপ্রায় লতা পাতা দ্বারা আচ্ছাদিত হয়ে সারি সারি বাড়ি দাড়িয়ে আছে। মাঝে মাঝে কিছু বন্য পাখির ডাক শোনা যাচ্ছে। ঝিঁঝিঁ পোকার ডাকে ওদের পায়ের শব্দ ঢাকা পড়ে গেলেও ওদের যাবার রাস্তার সামনে দিয়ে কি যেনো সর সর করে রাস্তার দুদিকে নেমে যাচ্ছে।ওদের পায়ের কম্পনে রাস্তার উপর ঘাস থেকে ছোটো ছোট পোকা উড়ছে। বাতাসে ঘেঁটু ফুলের গন্ধে ছেয়ে আছে। কিছুদিন আগে ইসরোর এক কৃত্রিম উপগ্রহ ছবিতে এই পরিত্যাক্ত মৃত নগরীর উপর এক রহস্যময় আলোর সন্ধান জানা যায়। তারপর অন্য স্যাটেলাইট এর স্পেকট্রোস্কোপি বিশ্লেষণ এর মাধ্যমে জানা যায় ঐ আলোক কোনো তেজস্

Four Vectors & Its application

Four Vector : $$x^{\mu}=\{ct,\overrightarrow{\mathbf{r}}\}$$$$x_{\mu} = \{ct,-\overrightarrow{\mathbf{r}}\}$$ Four Momentum : $$p^{\mu}=\{\frac{E}{c},\overrightarrow{\mathbf{p}}\}$$$$p_{\mu}=\{{\frac{E}{c}},-\overrightarrow{\mathbf{p}}\}$$ Four Potential : $$A^{\mu}=\{\phi,\overrightarrow{\mathbf{A}}\}$$$$A_{\mu}=\{{\phi},-\overrightarrow{\mathbf{A}}\}$$ Four Current : $$j^{\mu}=\{c\rho,\overrightarrow{\mathbf{J}}\}$$$$j_{\mu}=\{c\rho,-\overrightarrow{\mathbf{J}}\}$$ More Details click  here [PDF]

Simple usual Linux commands!

Basic Ubuntu Command may all linux user know 1.😎sudo apt-get update: to update the cache 2.sudo apt-get upgrade: to upgrade package 2.sudo apt-get autoclean: to cleaning the breaking package 3.sudo apt-get autoremove: to removing the the breaking packges 4.pwd :to know the present working directory 5.cd:to go in the user directory 6.cd address_of_a_directory:to change present directory 7.ls:to get the contents info of thepresent directory 8.mkdir dir_name:to make a directory inside of present directory with name dir_name 9.touch test_file:to make a empty file inside of present directory with name test_file 10.sudo su:to change in super user to change protected files andd directory 11.rm -r file_name:to remove a file with name file_name 12.rm -r dir_name:to remove a directory 13.sudo chmod+xug file/dir:to change mode of a file or a directory 14.sudo chown        :to change file or directory ownership 15.sudo nautilus :to open,edit and delete of protected files direct

Gauge Transformation

In physics a Gauge theory is a type of field theory in which the Lagrangian is invariant under certain 'Lie' group of local Transformation.Gauge Transformationis the english translation of German word 'Eichinvarianz' ,Where Eich means 'Gauge'. Classical Gauge Transformation in Electrodynamics:   The Maxwell's equations in free space :   $$ (1) \nabla.\overrightarrow{E} = \frac{\rho}{\epsilon_0} \text{  (Gauess's Law)}$$   $$(2) \nabla\text{.}\overrightarrow{B} = 0 \text{  (No Name i.e no existance of magnetic monopole)} $$   $$(3) \nabla\text{x}\overrightarrow{E}=\frac{\partial\overrightarrow{B}}{\partial{t}} \text{  (Farady's Law)} $$   $$ (4) \nabla\text{x}\overrightarrow{B}  = \mu_0\overrightarrow{J}+\mu_0\epsilon_0\frac{\partial{\overrightarrow{E}}}{\partial {t}} \text{(Ampears Law with Maxwell's corrections)}$$ Where $$\mu_0$$ and $$\epsilon_0$$ are free space permitivity and free space permeability respectively. Suppose we have