Hey Google!
কেনো চীন Google ব্যবহার না করে বাইদু ,সগোউ ইত্যাদি ব্যবহার করে?
Google তুমি কতটা জানো আমাকে?
উঃআমি তোমাকে তোমার চেয়ে বেশি জানি বিশ্বাস হচ্ছে না তাহলে এখানে click করো।
Google হলো একটি আমেরিকার বহুজাতিক সংস্থা ।যেটি 1996 সালে ল্যারি পেজ আর আর সার্জেই বিন শুরু করেন।সেই Google এখন কোথায় নেই? আমাদের আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে ।এই যে Android স্মার্ট ফোন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ তার চালক software Google অধিকৃত।আমরা কোথায় আছি Google এর হাতের মুঠোয় ।আমরা আমাদের ব্যক্তিগত জীবনের ছবি তুলছি তাও Google এর সম্পদ ।আমরা Google ব্যবহার করে কিছু তথ্য খুঁজছি তাও Google জানছে।এখন আবার Google pay ক্যাশব্যাক দিচ্ছে তার জন্য দলে দলে আমাদের ব্যাঙ্ক লিঙ্ক করছি সেটাতে আরো বেশি বেশি ধরা দিচ্ছে ।যে সংস্থা টার কাছে আমাদের এতো তথ্য তারা কী ব্যবসা বারাবার উদ্দেশ্যে এগুলো ব্যবহার করবে না?আমাদের দৈনন্দিন বিষয়গুলো কেউ জেনে খুব সহজেই চালনা করতে পারবে না?আমরা শুনি Facebook এর তথ্য ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক দল জিতে আসতে পারে।কোথায় আমাদের স্বাধীনতা? আমরা বদলেছি সাথে সাথে সাম্রাজ্যবাদীরও বদলেছে তাদের ধ্যান ধারনা ও বদলেছে ।কেবল বোকা আমরাই রয়ে গেছি।আমরা বোধহয় স্বাসিতই হতে চাই। ভবিষ্যতে এই এতো প্রযুক্তির প্রতি নির্ভরতা সেটাই বোধহয় আমাদের সর্বনাশ কারন সেটার সুবিধা তো নিই বা নিতে বাধ্য হই কিন্তু এর সাথে সাথে আমাদের সচেতন হওয়া দরকার এই প্রযুক্তির আড়ালে কি বিপদ লুকিয়ে আছে।কিন্তু আমাদের সচেতন করার যাদের দরকার তারা করে না আর ভাবি সব ঠিক আছে এবং ঠিক থাকবে ।বাস্তবিক ক্ষেত্রে সর্বদা বোধহয় এরকম হয় না ।তা না হলে এতো বিষয়ে লোকেরা বিখখোব দেখা তো না।আমাদের ভারত Digital হচ্ছে বিদেশি সংস্থার হাত ধরে।যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় ভারতীয় সংস্থা থাকার কথা ছিলো তাদের অনুপস্থিতি কিন্তু আমাদের অন্যের প্রতি নির্ভরতা বারিয়ে তুলবে যা শক্তিশালী অর্থনৈতিক দেশ গড়ে তুলবে কী ????????