Featured Post

পরিত্যাক্ত শহর হাওড়া

  তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পরে অনেক কিছুর বদল হয়েছে। এখন পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে না বরং সূর্য সহ অন্য সকল গ্রহকে কৃত্রিম ভাবে পৃথিবীর চারিদিকে ঘোরানো হচ্ছে।সেই সময় এর কথা মৃত নগর হাওড়া। তৃতীয় বিশযুদ্ধের সময় চিনা বোমা বর্ষণের ভয়ে সমস্ত নগরবাসী পলায়ন করেছিলো। ডাঃ কেসি পাল এর নেতৃত্বে ওরা মোট চারজন মানে রমেশ, সুমিত ও মাধব সেই রহস্যময় তেজস্ক্রিয় উৎসের সন্ধানে এসেছে। সকাল এগারোটা ঝোঁপ ঝাড় ভর্তি গলি রাস্তা যেখানে বহুবছর কোনো লোকের পা পড়েনি। রাস্তার ধারে ভগ্নপ্রায় লতা পাতা দ্বারা আচ্ছাদিত হয়ে সারি সারি বাড়ি দাড়িয়ে আছে। মাঝে মাঝে কিছু বন্য পাখির ডাক শোনা যাচ্ছে। ঝিঁঝিঁ পোকার ডাকে ওদের পায়ের শব্দ ঢাকা পড়ে গেলেও ওদের যাবার রাস্তার সামনে দিয়ে কি যেনো সর সর করে রাস্তার দুদিকে নেমে যাচ্ছে।ওদের পায়ের কম্পনে রাস্তার উপর ঘাস থেকে ছোটো ছোট পোকা উড়ছে। বাতাসে ঘেঁটু ফুলের গন্ধে ছেয়ে আছে। কিছুদিন আগে ইসরোর এক কৃত্রিম উপগ্রহ ছবিতে এই পরিত্যাক্ত মৃত নগরীর উপর এক রহস্যময় আলোর সন্ধান জানা যায়। তারপর অন্য স্যাটেলাইট এর স্পেকট্রোস্কোপি বিশ্লেষণ এর মাধ্যমে জানা যায় ঐ আলোক কোনো তেজস্

বিগত বছরের মাধ্যমিক ভৌতবিজ্ঞান এর প্রশ্ন উত্তর

মাধ্যমিক ভৌতবিজ্ঞান - ২০২৩

শীঘ্র প্রকাশ করা হবে ।

মাধ্যমিক ভৌতবিজ্ঞান - ২০২৪

নিচের প্রশ্ন গুলির সঠিক উত্তর এর পাশে ✓ দেওয়া হোল ( মান - ১)

১.১) বায়ো গাস এর মুল উপাদান -

  • a \(CH_4\) ✓
  • b \(CFC\)
  • c \(CO_2\)
  • d \(CO\)

১.২) বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাস এর ন্যায় আচরণ করে -

  • a উচ্চ চাপে এবং উচ্চ তাপমাত্রায়
  • b উচ্চ চাপে এবং নিম্ন তাপমাত্রায়
  • c নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় ✓
  • d নিম্ন চাপে এবং নিম্ন তাপমাত্রায়

১.৩)এসটিপি তে 44.8 লিটার \(CO_2\) এর মোল সংখ্যা -

  • (a) 3 
  • b 1
  • c 2 ✓
  • d 1.5

১.৪) -আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুনাঙ্ক এবং চাপ গুনাঙ্কএর অনুপাত এর মান -

  • \( \frac{1}{2}  \) 
  • \( 0  \)
  • \( \frac{1}{273}\)
  • \(1   \)✓

১.৫) - প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হল-

  • \(\mu = A + \frac{B}{\lambda}  \) 
  • \(\mu = A + B\lambda^2  \)
  • \(\mu = A \lambda + B  \)
  • \(\mu = A  +  \frac{B}{\lambda^2}  \)✓

১.৬) - বিবর্ধিত অসদবিম্ব গঠিত হয় - 

  • উত্তল দর্পণ দ্বারা।  
  •  উত্তর লেন্স দ্বারা।
  • সমতল দর্পণ দ্বারা। 
  • অবতল লেন্স দ্বারা। 

১.৭) - একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে।এই অবস্থায় তাঁর টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা-

  • বৃদ্ধি পাবে
  •  হ্রাস পাবে ✓
  •  প্রথমে বৃদ্ধি পাবে পরে হ্রাস পাবে 
  •  তারের দৈর্ঘ্য বৃদ্ধির ওপর নির্ভর করবে না

১.৮) - পাঁচ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহমাত্রা কোন পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে।

  • 6   কুলম্ব  
  • 150  কুলম্ব  ✓
  • 300  কুলম্ব  
  • 30  কুলম্ব   

১.৯) -\( {}_{86}A^{222} \rightarrow {}_{84}B^{210}\)  বিক্রিয়াটিতে নিঃসৃত  \( \alpha \) ও \( \beta \) কণার সংখ্যা হবে যথাক্রমে - 

  • \( 6\alpha, 3\beta\) 
  • \( 3\alpha, 4\beta\) ✓
  • \(4\alpha,3\beta  \)
  • \(3\alpha, 6\beta  \)

১.১০) - মৌলগুলি কে তড়িৎ  ধনাত্মকতার ঊর্ধ্বক্রমানুসারে সাজালে কোনটি সঠিক হবে তা নির্বাচন করুন-

  • \( C<N<O<F  \) 
  • \( C>N>O>F\) ✓
  • \( O<N<C<F\)
  • \( F>C>O>N\)

১.১১) - NaCl যৌগে  Na ও Cl পরমাণুর ইলেকট্রন বিন্যাস হল -

  • \( Na-2,8,8;Cl-2,8\)
  • \( Na-2,8,7;Cl-2,8,1\)
  • \(Na-2,8,1;Cl-2,8,7  \)
  • \(Na-2,8;Cl-2,8 ,8  \) ✓

১.১২) -তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহণ সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করে।রাসায়নিক পরিবর্তন হয়

  • রাসায়নিক পরিবর্তন হয় 
  • দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে  
  • উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে  ✓
  • আয়ন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়  

১.১৩) - যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হলো -

  • \( NO_2\) 
  • \( H_2S\)
  • \( HCl\)
  • \(NH_3   \)✓

১.১৪) -তাপীয় ও বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতু হল

  • \(Ag\)
  • \(Mg  \)
  • \(Fe  \) ✓
  • \(Au   \)

১.১৫) - কোন রাসায়নিক বিক্রিয়া টিতে ক্লরফরম উৎপন্ন হয় তা শনাক্ত করে

  • \(CH_4 + Cl_2 \) ✓
  • \(CH_3Cl + Cl_2  \)✓
  • \(CH_2Cl_2 + Cl_2  \)✓
  • \(CHCl_3 + Cl_2   \)

2। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও(বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :

২.১  ক্লোরিন পরমাণু (Cl) ওজোন অণুর(\(O_3\)) বিনাশ ঘটায়৷ একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও।
উ: \( Cl^* + O_3 \rightarrow ClO + O_2 \)
২.২ বায়ুমণ্ডলের কোনও স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়?
উ: Mesosphere
অথবা
আন্তর্জাতিক স্পেস স্টেশনের পক্ষপাতী বায়ুমণ্ডলের কোনও স্তরে অবস্থিত?
উ: Thermosphere
২.৩  P  বনাম \(\frac{1}{V} \) বাই লেখচিত্রের প্রকৃতি কী?
উ: সরলরৈখিক

২.৪  পরম উষ্ণতার  সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো।
উ: \( \rho \propto \frac{1}{T} \) যেখানে পরম উষ্ণতা = T, ঘনত্ব = \( \rho \)
২.৫  অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ, গুণাঙ্ক \( 24 \times  10^{-6} {} ^{\circ} C^{-1} \) হলে এসআই এককে এর মান কত হবে?
উ: \( 24 \times  10^{-6} K^{-1} \)
               অথবা
 কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের মান পাওয়া যায়?
উ:  চার্লস এর সুত্র থেকে ।
২.৬  আপাতন কোনের মান বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে?
উ: প্রতিসরাঙ্ক এর কোনো পরিবর্তন হবে না যেহউটু প্রতিসরঙ্ক  আপাতন কোনের উপর নির্ভর করে না ।
২.৭ উত্তল লেন্স থেকে f ও 2f দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?
উ: 2 f ছাড়িয়ে লেন্সের উল্টোদিকে ।

২.৮  একটি বর্তনীতে \( 6 \Omega \) ও \(3 \Omega \) রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে \(1 \Omega \) রোধকে সেইসময় যুক্ত করলে বর্তনীতে তুল্যরোধ কত হবে?
উ: তুল্য রোধ = \( \frac{6 \times 3}{6 + 3} + 1 = 3 \Omega \)
২.৯ বারল চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়?
উ: ফ্লেমিং এর বমহস্ত নিয়ম।
২.১০  নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ৷ উল্লেখ করে।
উ: পারমাণবিক চুল্লি
অথবা
 নিউক্লীয় সংযোজন এর আগে নিউক্লীয় বিভাজন ঘটানো হয় কেন?
উ: নিউক্লীয় সংযোজন এর জন্য প্রচুর উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় তাই নিউক্লীয় সংযোজন এর আগে নিউক্লীয় বিভাজন ঘটানো হয়।
২.১১   বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করে
$$ \begin{array}{|c|c|} \hline \text{বমস্তম্ভ } & \text{ডানস্তম্ভ } \\ \hline \text{(1)নোবল গ্যাস } & \text{(a)Cs } \\ \text{(2)ইনভার } & \text{(b)Rn } \\ \text{(3)সর্বনিম্ন তড়িৎ ঋণাতক মৌল } & \text{(c)কার্বন দ্বারা বিজারণ } \\ \text{ (4) \(ZnO + C \rightarrow Zn + CO\)} & \text{(d) একটি সংকর ধাতু } \\ \hline \end{array} $$

উ:

২.১২  জল ও বেনজিনের মধ্যে কোনটিতে KCl  দ্রবিভুত  হয়?
উ: জলে
২.১৩   জলের তড়িৎ  বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে জারণ ঘটে?
উ: আনোডে (ধনাত্মক তড়িতদ্বার )
অথবা
তড়িৎ বিশ্লেষণের সময়। AC আর DC এর মধ্যে কোনটি ব্যবহৃত হয়?
উ: DC

২.১৪  HCl গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন?
উ: HCl গ্যাসের জলীয় দ্রবনে \(H^+ \) এবং \(Cl ^- \) আয়ন থাকার জন্য তড়িৎ পরিবহন করে।
২.১৫  অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত লেখ।
উ: ইউরিয়া ( \( H_2NCONH_2 , NH_2CONH_2, CO(NH_2)_2, NH_2CO \) )
২.১৬   সিলভার নাইট্রেট এর  জলীয় দ্রবণে \(H_2S\)  গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সঙ্কেত লেখ ।
উ: \( Ag_2S \)
২.১৭  মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয় ?
উ: ইউরিয়া
২.১৮  LPG এর মূল উপাদানের গঠনমূলক সঙ্কেত লেখ ।
উ: \( CH_3CH_2CH_2CH_3 \)
অথবা
1,1,2,2  টেট্রাব্রমো ইথেন এর গঠনমূলক সংকেত লেখো ।
উ:


নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) :

৩.১ Fire Ice এর সংকেত লেখো । এর থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায়?
 উ: তাপমাত্রা বৃদ্ধি অথবা চাপ হ্রাস অথবা \( CO_2\) ইনজেক্ট করা অথবা \( 4CH_4, 23H_2O \)

৩.২  \( {-3}^\circ C \) তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ একটি গাসের আয়তন 750 cc । গ্যাস টিকে স্থির চাপে উত্তপ্ত করা হলো যতক্ষণ না পর্যন্ত এর আয়তন 1 লিটার হয়। এর চূড়ান্ত উষ্ণাত কত ?
উ :

অথবা

৩.৩ একটি সমবাহু প্রিজমের পৃষ্ঠে একটি আলোকরশ্মি কত কোণে আপতিত হলে রশ্মিটির নূন্যতম চ্যুতিকোণ \( 20^\circ \) হবে ?
উ : 
\(\delta_m = 2i - A\)
or \(20^\circ = 2i - 60^\circ\)
or\( i = 40^\circ\)

অথবা 
2 mm বেধের একটি কাঁচের ফলক অতিক্রম করতে একটি আলোকরশ্মি কত সময় লাগবে তা গণনা করো । কাঁচের প্রতিসরঙ্ক = 1.5

উ: \( \mu = \frac{c}{v} \Rightarrow v = \frac{c}{\mu}\) \( \Rightarrow v = \frac{3 \times 10^8}{1.5} \) \( \Rightarrow v = 2 \times 10^8 \) \( t = \frac{d}{v} = \frac{0.002}{2\times 10^8} [\because 2mm = 0.002 m] = 10^{-11} s \)

৩.৪ একটি বৈদ্যতিক কোষের অভ্যন্তরীণ রোধ ও emf এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো । উ: E = IR + Ir যেখানে E = emf r = অভ্যন্তরীণ রোধ I = তড়িৎ প্রবাহ R = লোড রোধ


৩.৫ অষ্টক সূত্রের সংজ্ঞা দাও । অষ্টক সূত্রের বাতিক্রম দেখা যায় এরকম দুটি যৌগের উদাহরণ দাও । উ:কোনো পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে ৮ টি ইলেকট্রন দ্বারা পূর্ণ করে সুস্থিত হয় তাকে অষ্টক সুত্র বলে। \( LiH, NaH,NO, BCl_3, BeCl_2, AlCl_3, PCl_5, NO_2 \) ইত্যাদি ।

অথবা আয়নীয় যৌগ ও সমযোজি যৌগের দুটি গুরুত্বপূর্ণ পারথযক লেখো ।

বাকি উত্তর গুলো ধীরে ধীরে এখানে প্রকাশ করা হবে ।

Popular posts from this blog

Some Funny Mathematical Questions

Puthon3

পৃথিবীর কোনো এক আদিম সকাল