পৃথিবীর কোনো এক আদিম সকাল
350 কোটি বছর আগের কোনো এক সকাল। পৃথিবীর একমাত্র মহাদেশ ভালবারার এক অনামী অজানা স্থানে এক অদ্ভুত দর্শন চকচকে মহাকাশযান অবতরণ করল। সেখান থেকে অদ্ভুত পোশাক পরিহিত চারজন এর বুট আমাদের পৃথিবীর ভূমিস্পর্শ করলো। তাঁদের বুটে লেগে থাকা সায়ানোব্যাক্টেরিয়া তাদের অজান্তে তাদের মহাকাশ যান থেকে পৃথিবীতে প্রবেশ করলো । যেটি তাদের মহাকাশ যানে অক্সিজেন প্রস্তুতিতে ব্যাবহার হতো । তাঁরা ঐ শিশু পৃথিবীর উষ্ণ আবহাওয়া, অক্সিজেনের অনুপস্থিতি এবং কোনো জীবজ প্রাণের অস্তিত্ব না পেয়ে খুব হতাশ হয়ে আবার ধুলো উড়িয়ে মহাশূন্যে মিলিয়ে গেল। তাঁরা জানতেও পারলো না তাদের এই আগমন আগামীদিনের পৃথিবীর ভবিষৎ আমূল পাল্টিয়ে দিয়ে গেলো। কারণ তাদের ফেলে যাওয়া সায়ানোব্যাক্টেরিয়া পৃথিবীতে উপস্থিত কার্বন ডাই অক্সাইড এর প্রাচুর্যে এবং সূর্যালোকের সাহায্যে লালিত হয়ে বিশাল বিশাল স্ত্রমাতলাইট এর কলোনি গড়ে তুলে সালোকসংশ্লেষ করে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইড কমিয়ে অক্সিজেন এর পরিমাণ বাড়াতে থাকলো। যে অক্সিজেন আমরা এখন প্রতি প্রশ্বাসে গ্রহণ করি। - হয়তো এরকমই কিছু ঘটেছিল, সামনাসামনি তো আর কোনো পাপারাতজি ছিল না