জীবনের প্রকৃত উদ্দেশ্য কি?

What is the ultimate goal of a life?
  • সকল জীবের সাধারণ প্রবৃত্তি হলো খাবার, বাসস্থান সংগ্রহ করে নিজেকে বাঁচিয়ে রাখা 
  • নতুন জীব উৎপাদন করা ।
  • তারপর মৃত্যু গ্রহণ করা।  
এরকম করে লাভ কী?
এরকম পুনরাবৃত্তি করে জীব কি লাভ করবে?
যতদিন না কোন নির্দিষ্ট উদ্দেশ্য লাভ হচ্ছে এরকম পুনরাবৃত্তি জিবেদের মধ্যে চলতেই থাকবে? 
থামলে কখন থামবে? 
কে বলেছে এরকম করতে? 
কই যারা জড় পদার্থ তাদের তো এরকম প্রবৃত্তি নেই। যদিও জীব আবার জড় পদার্থ দিয়েই তৈরি । আমরা মানুষেরাও তার ব্যতিক্রম নয়। এরকম খেলাতে যে সকল জীব প্রজাতি বিলুপ্ত হয়ে গেলো তাতে কার কি এলোগেলো?

Popular posts from this blog

হারিয়ে যাওয়া কিছু সেদিনকার জিনিস