তোমার কাছে উত্তর আছে?
🕉️
১. আমি কী?
২. আমি কেনো এই পৃথিবীতে এসেছি?
৩. আমার জন্মের আগে আমি কোথায় ছিলাম?
৪. আমার মৃত্যুর পরে আমি কোথায় যাবো বা আমার অস্তিত্ব কি থাকবে?
৫. জীবন থেকে নতুন জীবন তৈরি হচ্ছে তার থেকে জীবনের সামগ্রিক ভাবে মৃত্যু ঘটছে না তাহলে সমগ্র জীবনের কি উদ্দ্যেশ্য মানে জীবন কি লাভ করার জন্য এত কান্ড করে যাচ্ছে সেই অতীত থেকে?
৬. জীব জড় পদার্থ দিয়ে তৈরি কিন্তু জড় পদার্থ থেকে জীব উৎপন্ন হয় না কেনো?
৭. এই পৃথিবী মহাবশ্ব বা সবকিছুর অস্ত্বিত কিসের জন্য বা এত কিছু কান্ড ব্যাপার কিসের তরে?
৮. এত কোটি কোটি তারা থাকা সত্বেও পৃথিবী বাসিরা কেনো অন্য কোনো উন্নত ভিনগ্রহী সভ্যতার সাথে যোগাযোগ করতে এখনও সক্ষম হলাম না কেনো?
৯. বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ কেনো হয়েছিল তার আগেই বা কি ছিল?
১০. এনট্রপি বা বিশৃংখলা কেনো বৃদ্ধি পাচ্ছে?
১১. এই মহাবিশ্বে আলোকের (electro magnetic wave) গতিবেগ সর্বোচ্চ হলো কেনো?
১২. Fine Structure Constant এর মান কেনো ১/১৩৭ হলো?
১৩. ডার্ক এনার্জি কি?
১৪. শ্বেত গহ্বর এর অস্তিত্ব কি সত্যিই আছে?
১৫. কৃষ্ণ গহ্বর এর ভিতরে পদার্থ বিজ্ঞান এর নিয়ম কেনো ভেঙ্গে পড়ে?
১৬. সময় এর সত্যিই কি অস্তিত্ব আছে?
১৭. পৃথিবী তৈরি হবার পরে এখানে জীব এর উৎপন্ন হলো কি করে?
১৮. আমাদের সত্যিই কি মুক্ত চিন্তা করার ক্ষমতা আছে নাকি আমরা যেগুলো মুক্ত চিন্তা বলে ভবি আসলে সেগুলো তা নয় ,আমাদের চতুরপাশের অবস্থা বা আমাদের বায়োলজিক্যাল অবস্থার উপর সেগুলো নির্ভর করে?
১৯. সচেতনতা কি?
২০. সচেতনতা কি কন্টিনিউয়াস কোয়েন্টিটি?
২১. কেনো মৌলিক সংখ্যা বাহির করার কোনো নিয়ম বা সূত্র এখনও আবিষ্কার হয়নি কেনো?
২২. মহাবিশ্বে কেনো কেবল চার ধরনের বলের অস্তিত্ব বর্তমান?
২৩. সমান্তরাল মহাবিশ্বের কি সত্যিই অস্তিত্ব আছে?
২৪. আমাদের চতুরপাশে সবকিছু কি কোনো কম্পিউটার এতে ঘটছে?
২৫. সমস্ত কিছুর কোয়ান্টাম স্কেলে কেনো সবকিছু গুটিকয় কনার দ্বারা তৈরী হলো কেনো?
২৬. মহাবিশ্ব এর ব্যাপার সাপার দেখে মনে হয় কেউ যেন নিটোল হাতে তৈরি করেছে এতটা সঠিক হলো কেমন করে অথবা কোথাও সামান্য ভুল হলো না কেনো ?
২৭. বিবর্তনের শেষ ধাপ কি মানুষ নাকি পরবর্তীকালে মানুষ থেকে বিবর্তিত হয়ে আরো উন্নত প্রজাতি উৎপন্ন হবে?
২৮. মহাবিশ্বের শেষ কবে? কারন মহাবিশ্ব এর শুরু তো মহাবিস্ফোরণ দিয়ে তাহলে শেষ হবে কিভাবে?
২৯. সমগ্র মহাবিশ্ব কি সজিব বস্তু?
৩০. যদি ইনফরমেশন বা তথ্য এর ধ্বংস না হয় তবে আমার মৃত্যুর পর মহাবিশ্বের অস্তিত্ব থাকবে আমার সাপেক্ষে?
৩১. ঈশ্বর বা সবকিছুর নির্মাণ কর্তা কি আছেন?
৩২. চিন্তা আলোর চেয়ে গতিবেগে যেতে পারে তাহলে চিন্তা প্রাকৃতিক নিয়ম মানছে না, তবুও চিন্তা প্রকৃতির মধ্যে বিচরণ করছে কিভাবে?
৩৩. মহাবিশ্বের তুলনায়
আমাদের আয়ু এত কম হলো কেনো?
৩৪. মহাকর্ষ কেনো শুধু আকর্ষণ করে?
৩৫. কেনো π এর মান অমূলদ?
৩৬. Infinity(∞) বা অসীম এর অস্তিত্ব কি সত্যিই আছে?
৩৭. কেনো প্রায় সকল নক্ষত্রপুঞ্জের কেন্দ্রে বৃহৎ কৃষ্ণগহ্বর বর্তমান?
৩৮. সিলিকন নির্ভর জীব কি সম্ভব?
৩৯. মানব মস্তিষ্ক ভাবনা চিন্তা করতে পারে কেনো?
৪০. কেনো সময় সর্বদা অতীত থেকে বর্তমানের দিকে যায়?
৪১. সময় কেনো শুধু বাড়তেই থাকে?
৪২. কেনো সর্বনিম্ন তাপমাত্রার মান -২৭৩.১৫ °C হলো?
৪৩. কেনো এ মহাবিশ্ব চতুর্মাত্রিক মাত্রা (four dimension) দ্বারা গঠিত হল তার বেশি বা কম নয় কেনো?
৪৪. সবকিছুই কি একে অপরের সাথে সংযুক্ত মানে এখানে আমি কি করছি তার প্রভাব বহুদূরের কোনো গ্রহে পড়বে?
৪৫. যখন সব তারা মৃত নতুন তারা জন্ম নেবে না বা মহাবিশ্ব ঠান্ডা হয়ে যাবে তারপর কি হবে?না সেরকম কোনোদিনই ঘটবে না?
৪৬. আমরা পৃথিবীবাসীর ভিনগ্রহীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি বা অন্যান্য জীবদের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছি, সেরকম পৃথিবীতে বাস করা অন্য প্রাণীরা কি যোগাযোগ করতে চাইছে মানুষের সাথে? তাঁরা মানুষদের দেখেও কেনো বুদ্ধিমান হতে পারছে না? যদি পরিবেশ এর সাথে মানিয়ে নেওয়া জীবের সহজাত ধর্ম হয় তবে তো অন্যান্য প্রাণীরা বুদ্ধিমান হওয়া উচিৎ ছিল না হলে মানুষের সাথে পাল্লা দিতে না পারতে পেরে বিলুপ্ত হয়ে যাবে একদিন।
Loading...