Posts

Showing posts from June, 2024

মানুষের সম্ভাব্য অমরত্ব লাভ

  এখনকার বুদ্ধিমান ঘড়ি বা স্মার্ট ওয়াচ গুলো মানুষের হৃদ্গতি, খরচ হওয়া শক্তি বা ক্যালোরি, শরীরের তাপমাত্রা, এবং অন্যান্য কিছু শারীরিক গতিপ্রকৃতি ট্র্যাক এবং পরিমাপ করতে সক্ষম। এখন আসি এই স্মার্ট ওয়াচ কিরকম বিবর্তন ঘটতে পরে তার কোথায়। ধরা যাক রক্তের নমুনা দরকার তখন স্মার্ট ওয়াচ থেকে কিছু সময় অন্তর সুচ নেমে এসে রক্তের নমুনা নিয়ে টেস্ট করে রেকর্ড করলো সেই অনুযায়ী ঘরে থাকা মেশিন কে নির্দেশ দিলো শরীরের কি সমস্যা। ঘরের মেশিন এবং স্মার্ট ওয়াচ একটা রেডিও বা মোবাইল কানেকশন দ্বারা সর্বদা সংযুক্ত। এখন ঘরে থাকা মেশিন হলো একটা AI যার কাছে মানব ইতিহাস এর সমগ্র জ্ঞান মজুদ। এবং সেই এআই নিজে চিন্তা ভাবনা করে নতুন ধরনের ওষুধ বা ড্রাগ বা টেকনোলজি তৈরি করতে সক্ষম এখন স্মার্ট ওয়াচ থেকে পাওয়া ডেইলি রিপোর্ট অনুযায়ী সেই ব্যক্তির শরীরের জন্য কি প্রয়োজন বা ঘাটতি সেই অনুযায়ী একটি ড্রাগ তৈরি করে রাখল। লোকটি ঘরে ফিরে সেই ড্রাগ খেয়ে নিল। তাহলে তার যে অপূর্ণতা ছিল সেটা সম্পূর্ণ হয়ে গেল। এবারে শরীরের সমস্ত খুঁটিনাটি তথ্য শুধু রক্ত রিপোর্ট করেই পাওয়া সম্ভব না। তার জন্য এমআরআই কিংবা এক্সরে ইত্যাদি ...