Posts

Showing posts from July, 2024

ত্রিভুজের দুটি বাহু ও তাঁদের বিপরীত কোণের সম্পর্ক - অষ্টম শ্রেণী

How to manage multiple GitHub & GitLab Accounts

Image
Host a Website in Amazon Web Service (AWS) How to manage multiple GitHub or GitLab accounts We can communicate GitHub and GitLab Repository from our local machine by HTTPS and SSH. Suppose you have multiple GitHub or GitLab accounts and need all accounts to push and pull projects. Then it is boring to type username and password in every time. The best option is to add an SSH Key for each account then you don't need to type a username and password for every single push and pull. I am going to show the process of how to create and add an SSH key in this article. GitHub It is always good practice to see the official documentation GitHub GitLab . I am going to assume you have two user ID username1 and username2 which are registered with EmailID username1@example.com and username1@example.com in GitHub respectively. Step -1 : Creating an SSH key for username1 : ssh...

💎হীরের বৃষ্টি 💎

Image
উফফ কি গরম একটু বৃষ্টি এলে ভিজবো! আমি আবার জল বা হাইড্রোজেন মনোক্সাইড এর বৃষ্টি ফিস্টি তে ভিজতে ভালো লাগে না । উপর থেকে হীরে💎 ঝরে পড়বে তাতে ভেজার সুখ ই আলাদা। কি পরের ঝাড়া কোহিনুর মুকুটে লাগিয়ে লজ্জায় মুকুটটি খুলে বৃষ্টিতে ভিজবে হা হা । কিন্তু হীরে তো শুনেছি সবচেয়ে কঠিনতম পদার্থ তার বৃষ্টিতে ভিজলে মাথা আস্ত থাকবে? আরে আমি কি অতই বোকা ফাঁকা মাথায় ভিজবো, মাথায় হেলমেট থাকবে পরনে স্পেস সুট👩‍🚀 থাকবে। নাহলে ইউরেনাস এর বায়ুমণ্ডলের ওই প্রচণ্ড চাপে চুপসে গিয়ে মরে যাবো না। ও ইউরেনাসে বুঝি হীরের বৃষ্টি হয়? টা ওখানের সমুদ্রে কি জলের বদলে হীরে থাকে যে হীরের মেঘ তৈরি করে আর বৃষ্টি হয়ে ঝরে পড়ে? ইউরেনাসে জল, মিথেন, আর অ্যামোনিয়া, ইউরেনাস কঠিন কেন্দ্র আছে আর বাইরের দিকে উক্ত গ্যাসের ঘন পুরু চাদর। বাইরের নীল বা সবুজ মেঘের তলার ভিতরের দিকে বায়ুমণ্ডলের তাপমাত্রা প্রায় 2000°K(বা কম) এবং বায়ুর চাপ পৃথিবীর চাপের প্রায় 2000 গুণ । এই প্রচণ্ড চাপে আর তাপে অ্যামোনিয়া, মিথেন থেকে কার্বন পরমাণু বেরিয়ে কার্বন কার্বন এর শৃঙ্খল গঠন করে তারপর সেই শৃঙ্খল প্রচণ্ড চাপে হীরে হয়ে মৃহু মৃহু ঝরে পড়ে।...

জিলিপি 🥨

Image
জিলিপির🥨 প্যাঁচ জটিলতার প্রতীক। জিলিপির🥨 প্যাঁচ খোলা অসাধ্য। জিলিপির 🥨প্রস্তুতি যেমন রহস্যে ঘেরা তেমনি জিলিপি প্রস্তুতকারী দের ব্যবহারও রহস্যে ঘেরা। সব মিষ্টি তৈরি ঘরের ভিতরে এবং বিক্রি হবে কাচের ভিতরে কিন্তু রথের🛕 দিন জিলিপি🥨 ভাজা ও বিক্রিও দোকানের বাইরে ঠিক বড়বাবার প্রসাদ। 😂😂😂😂

মেঘের দেশে

Image
৩০২৫, হকিং স্টেশন,তোমরা আজ যেমন দেখছ আমাদের এই মেঘের দেশ বরাবর সেরকম কিন্তু ছিল না। আগে আমরা মানে মানুষ এরা পৃথিবীর ওপরে স্থলে থাকতাম জলেও থাকতো কেউ কেউ কিন্তু তাঁদের সংখ্যা অনেক কম ছিল ।জলে জাহাজ, স্টিমার, নৌকো, লঞ্চ ইত্যাদি চলত । আজ আমরা আমাদের এই মেঘেদের রাজ্যে থাকতে বাধ্য হয়েছি । তোমরা নিচের দিকে তাকালে আজ যে কালো বিষাক্ত ধোঁয়ার আস্তরন দেখতে পাও সেটা কিন্তু বরাবর ছিল না । কোন একদিন ঐ ওখানে সকাল বেলাতে পাখিরা কলরব করে দিন শুরু করতো তারপর সারাদিনের ব্যাস্ততা শেষে আবার কলরব করতে করতে দিন শেষের বার্তা দিয়ে উড়ে যেত। মাঝে মানুষ সহ অন্যান্য জীবেদের কার্যকলাপে পৃথিবীর ভুস্থল মুখরিত হয়ে উঠত। তখন মেঘেদের রাজ্যে কেবল উড়োজাহাজের চলাচল। কখনো কখনো রকেট নিচ থেকে মেঘের রাজ্যের বুক চীরে মহাশূন্যে উড়ে যেত। তখন আমরা কি জানতাম যে একদিন আমদের থাকতে হবে এই মেঘেদের উপর ঘরবাড়ি বানিয়ে না তখন জানতাম আমরা যেটাকে এতদিন আমাদের আশ্রয়দাতা হিসাবে আমাদের পূর্বপুরুষ রা ব্যবহার করে গেছে সেটাই আমাদের পক্ষে এক মৃত্যুপুরীর নরক হিসাবে বিবেচিত হবে। তোমরা এখান থেকে বহু দূরে হিমালয় এর প্রান্তে এখনও দেখতে পাবে কিছু উ...