Posts

Showing posts from April, 2024

পরিত্যাক্ত শহর হাওড়া

  তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পরে অনেক কিছুর বদল হয়েছে। এখন পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে না বরং সূর্য সহ অন্য সকল গ্রহকে কৃত্রিম ভাবে পৃথিবীর চারিদিকে ঘোরানো হচ্ছে।সেই সময় এর কথা মৃত নগর হাওড়া। তৃতীয় বিশযুদ্ধের সময় চিনা বোমা বর্ষণের ভয়ে সমস্ত নগরবাসী পলায়ন করেছিলো। ডাঃ কেসি পাল এর নেতৃত্বে ওরা মোট চারজন মানে রমেশ, সুমিত ও মাধব সেই রহস্যময় তেজস্ক্রিয় উৎসের সন্ধানে এসেছে। সকাল এগারোটা ঝোঁপ ঝাড় ভর্তি গলি রাস্তা যেখানে বহুবছর কোনো লোকের পা পড়েনি। রাস্তার ধারে ভগ্নপ্রায় লতা পাতা দ্বারা আচ্ছাদিত হয়ে সারি সারি বাড়ি দাড়িয়ে আছে। মাঝে মাঝে কিছু বন্য পাখির ডাক শোনা যাচ্ছে। ঝিঁঝিঁ পোকার ডাকে ওদের পায়ের শব্দ ঢাকা পড়ে গেলেও ওদের যাবার রাস্তার সামনে দিয়ে কি যেনো সর সর করে রাস্তার দুদিকে নেমে যাচ্ছে।ওদের পায়ের কম্পনে রাস্তার উপর ঘাস থেকে ছোটো ছোট পোকা উড়ছে। বাতাসে ঘেঁটু ফুলের গন্ধে ছেয়ে আছে। কিছুদিন আগে ইসরোর এক কৃত্রিম উপগ্রহ ছবিতে এই পরিত্যাক্ত মৃত নগরীর উপর এক রহস্যময় আলোর সন্ধান জানা যায়। তারপর অন্য স্যাটেলাইট এর স্পেকট্রোস্কোপি বিশ্লেষণ এর মাধ্যমে জানা যায় ঐ আলোক কোনো ত...

তোমার কাছে উত্তর আছে?

                              🕉️ ১. আমি কী? ২. আমি কেনো এই পৃথিবীতে এসেছি? ৩. আমার জন্মের আগে আমি কোথায় ছিলাম? ৪. আমার মৃত্যুর পরে আমি কোথায় যাবো বা আমার অস্তিত্ব কি থাকবে? ৫. জীবন থেকে নতুন জীবন তৈরি হচ্ছে তার থেকে জীবনের সামগ্রিক ভাবে মৃত্যু ঘটছে না তাহলে সমগ্র জীবনের কি উদ্দ্যেশ্য মানে জীবন কি লাভ করার জন্য এত কান্ড করে যাচ্ছে সেই অতীত থেকে? ৬. জীব জড় পদার্থ দিয়ে তৈরি কিন্তু জড় পদার্থ থেকে জীব উৎপন্ন হয় না কেনো? ৭. এই পৃথিবী মহাবশ্ব বা সবকিছুর অস্ত্বিত কিসের জন্য বা এত কিছু কান্ড ব্যাপার কিসের তরে? ৮. এত কোটি কোটি তারা থাকা সত্বেও পৃথিবী বাসিরা কেনো অন্য কোনো উন্নত ভিনগ্রহী সভ্যতার সাথে যোগাযোগ করতে এখনও সক্ষম হলাম না কেনো? ৯. বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ কেনো হয়েছিল তার আগেই বা কি ছিল? ১০. এনট্রপি বা বিশৃংখলা কেনো বৃদ্ধি পাচ্ছে? ১১. এই মহাবিশ্বে আলোকের (electro magnetic wave) গতিবেগ সর্বোচ্চ হলো কেনো? ১২. Fine Structure Constant এর মান কেনো ১/১৩৭ হলো? ১৩. ডার্ক এনার্জি কি? ১৪. শ্বেত গহ্বর এর অস্তিত্ব কি স...
Image
Fun With Math Interesting Math Problems   1. Which one is larger in between \(50^{50}\) and \(49^{51}\) ? Ans:  \[ \frac{50^{50}}{49^{51}}=\frac{50^{50}}{49^{50}\times49}=\frac{(49+1)^{50}}{49^{50}\times 49}=\left(\frac{49+1}{49}\right)^{50} \times \frac{1}{49}= \left(1 +\frac{1}{49}\right)^{50} \times \frac{1}{49}< e \times \frac{1}{49} \] \(=\left(1 +\frac{1}{49}\right)^{49}\times \left(1 +\frac{1}{49}\right) \times \frac{1}{49}< e \times\left(1 +\frac{1}{49}\right)\times \frac{1}{49} [As \lim_{x\to \infty}\left( 1+ \frac{1}{x}\right)^x = e]\) \(< e \times\frac{50}{49}\times \frac{1}{49}=2.703 \times\frac{50}{49}\times \frac{1}{49}\) \( \frac{135}{2401} 2. Solve \( ab+c = 2020 \) and \( a...
Chapter - 1 : Introduction Python3 Tutorials Introduction The Simplest High Level Programming Language is Python. Python is a scripting Language so it does not need any kind compile.There is generally two types major python version Python2 and Python3 but Python3 is latest and more usefull.There are lot of Python3 Version .I will recommend to install Python version-3.8.10.You also can test your python script in online by using Google Colab. Python3 Installation First go to Python version-3.8.10 official link and download the python installer as your system i.e. Windows,Mac etc 32bit or 64 bit etc.Open Command Prompt(Windows) or Terminal(Mac/Linux) and type python or python3 and enter will show python interpreter with version if no python showing t...
Image
Test Templates Hello World in Python This program will print "Hello World!" text in the interpreter. >>> print("Hello World!") Hello World! >>> This is another code >>> print("Hello World!") Hello World! >>> Example Equation: \[x = {-b \pm \sqrt{b^2-4ac} \over 2a}.\] ...

জীবনের প্রকৃত উদ্দেশ্য কি?

What is the ultimate goal of a life? সকল জীবের সাধারণ প্রবৃত্তি হলো খাবার, বাসস্থান সংগ্রহ করে নিজেকে বাঁচিয়ে রাখা  নতুন জীব উৎপাদন করা । তারপর মৃত্যু গ্রহণ করা।   এরকম করে লাভ কী? এরকম পুনরাবৃত্তি করে জীব কি লাভ করবে? যতদিন না কোন নির্দিষ্ট উদ্দেশ্য লাভ হচ্ছে এরকম পুনরাবৃত্তি জিবেদের মধ্যে চলতেই থাকবে?  থামলে কখন থামবে?  কে বলেছে এরকম করতে?  কই যারা জড় পদার্থ তাদের তো এরকম প্রবৃত্তি নেই। যদিও জীব আবার জড় পদার্থ দিয়েই তৈরি । আমরা মানুষেরাও তার ব্যতিক্রম নয়। এরকম খেলাতে যে সকল জীব প্রজাতি বিলুপ্ত হয়ে গেলো তাতে কার কি এলোগেলো?
Python Interpreter Python Interpreter print("Hello, World!") Run

Puthon3

Image
Python3 Tutorials Python3 Tutorials 🏠 Home 🗣️ 🔇 Introduction The Simplest High Level Programming Language is Python. Python is a scripting Language so it does not need any kind compile.There is generally two types major python version Python2 and Python3 but Python3 is latest and more usefull.There are lot of Python3 Version .I will recommend to install Python version-3.8.10 .You also can test your python script in online by using Google Colab . Python3 Installation First go to Python version-3.8.10 official link and download the python installer as your system i.e. Windows,Mac etc 32bit or 64 bit etc.Open Command Prompt(Windows) or Terminal(Mac/Linux) and type python or ...

Some Funny Mathematical Questions

Image
Fun With Math Interesting Math Problems   1. Which one is larger in between \(50^{50}\) and \(49^{51}\) ? Ans:  \( \frac{50^{50}}{49^{51}}=\frac{50^{50}}{49^{50}\times49}=\frac{(49+1)^{50}}{49^{50}\times 49}=\left(\frac{49+1}{49}\right)^{50} \times \frac{1}{49}= \left(1 +\frac{1}{49}\right)^{50} \times \frac{1}{49}< e \times \frac{1}{49} \) \(=\left(1 +\frac{1}{49}\right)^{49}\times \left(1 +\frac{1}{49}\right) \times \frac{1}{49}< e \times\left(1 +\frac{1}{49}\right)\times \frac{1}{49} [As \lim_{x\to \infty}\left( 1+ \frac{1}{x}\right)^x = e]\) \(< e \times\frac{50}{49}\times \frac{1}{49}=2.703 \times\frac{50}{49}\times \frac{1}{49}\) \( \frac{135}{2401} 2. Solve \( ab+c = 2020 \) and \( a...

পৃথিবীর কোনো এক আদিম সকাল

Image
350 কোটি বছর আগের কোনো এক সকাল। পৃথিবীর একমাত্র মহাদেশ ভালবারার এক অনামী অজানা স্থানে এক অদ্ভুত দর্শন চকচকে মহাকাশযান অবতরণ করল। সেখান থেকে অদ্ভুত পোশাক পরিহিত চারজন এর বুট আমাদের পৃথিবীর ভূমিস্পর্শ করলো। তাঁদের বুটে লেগে থাকা সায়ানোব্যাক্টেরিয়া তাদের অজান্তে তাদের মহাকাশ যান থেকে পৃথিবীতে প্রবেশ করলো । যেটি তাদের মহাকাশ যানে অক্সিজেন প্রস্তুতিতে ব্যাবহার হতো । তাঁরা ঐ শিশু পৃথিবীর উষ্ণ আবহাওয়া, অক্সিজেনের অনুপস্থিতি এবং কোনো জীবজ প্রাণের অস্তিত্ব না পেয়ে খুব হতাশ হয়ে আবার ধুলো উড়িয়ে মহাশূন্যে মিলিয়ে গেল। তাঁরা জানতেও পারলো না তাদের এই আগমন আগামীদিনের পৃথিবীর ভবিষৎ আমূল পাল্টিয়ে দিয়ে গেলো। কারণ তাদের ফেলে যাওয়া সায়ানোব্যাক্টেরিয়া পৃথিবীতে উপস্থিত কার্বন ডাই অক্সাইড এর প্রাচুর্যে এবং সূর্যালোকের সাহায্যে লালিত হয়ে বিশাল বিশাল স্ত্রমাতলাইট এর কলোনি গড়ে তুলে সালোকসংশ্লেষ করে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইড কমিয়ে অক্সিজেন এর পরিমাণ বাড়াতে থাকলো। যে অক্সিজেন আমরা এখন প্রতি প্রশ্বাসে গ্রহণ করি। - হয়তো এরকমই কিছু ঘটেছিল, সামনাসামনি তো আর কোনো পাপারাতজি ছিল না