পরলোকের দরজা
২২এ ফেব্রুয়ারী ২০২৪ এক(ডাঃ দাস এর মৃত্যু) সকাল দশটা মামার বাড়ির দরজায় কলিং বেল বেজে উঠতে আমি দরজা খুলে দেখি বছর চল্লিশ – পঞ্চাশ বছরের এক মহিলা দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেসা করেন কিংকর মুখারজি বাড়িতে আছেন? আমি হ্যাঁ বলে তাঁকে The Solve Detective Agency এর ক্লায়েন্ট মিটিং রুম এ বসতে বলে মামা কে ডাকতে যাই । মামা জিজ্ঞেসা করেন কে ? এক বছর চল্লিশ – পঞ্চাশ বছরের এক নীল শাড়ি পরিহিতা মহিলা The Solve Detective Agency এর কিংকর মুখারজি এর সাথে দেখা করতে এসেছেন, আমি তাঁকে ক্লায়েন্ট মিটিং রুম এ বসিয়ে রেখে এসেছি বললাম । নাম জিজ্ঞেস করেছিস? না জিজ...